কালিয়াকৈরে মুজিবনগর দিবস পালিত

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি

ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা  নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদের সভাপতিত্বে সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, উপজেলা সহকারি কমিশনার ভূমি রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ এ এফ এম নাসিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাম উদ্দিন,কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অন্যান্য।
বক্তারা  বৈদ্যনাথ গ্রামের আম্র কাননে কেন মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশকে কিভাবে স্বাধীন করার পরিকল্পনার  ইতিহাস তুলে ধরেন।

এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যাযাদি/এসএস