কেরানীগঞ্জে চেয়ারম্যান ৩ ও ভাইস চেয়ারম্যান ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে তিন চেয়ারম্যান, চার ভাইস চেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এরআগে বুধবার (১৭ এপ্রিল) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ৯ জন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর হোসেন। ভাইস চেয়ারম্যান পদে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, ঢাকা জেলা গনফোরামের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রওশন ইয়াজদানী, সাবেক শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পান ঢাকা জেলা যুব মহিলালীগের আহ্বায়ক আসমা আক্তার(রেশমা জামান), কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সহসভাপতি শান্তি আক্তার।

 


যাযাদি/এসএস