বাকেরগঞ্জে মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ১৩:০৭

বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার রুহিতার পার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন বরিশাল -পটুয়াখালী মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ট্রাকের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক. কে এম মাহমুদুল হাসান মৃত্যু ঘোষণা করেন। 

গতকাল বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।
 
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি  ট্রাককে ধাক্কাদিলে ট্রাকের ভিতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানা ২য় অফিসার কাইয়ুম  হোসেন জানান, লাশের সুরাতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুজনের পরিচয়ে জানা গেছে একজন বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির সঠিখোলা গ্রামের বদরুল (৬০) ও অন্যজন বরিশাল সদরের মো. মনিরুজ্জামান (৬১)।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

যাযাদি/ এস