রূপসায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৪০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৪

রূপসা (খুলনা) প্রতিনিধি

 উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ১৮এপ্রিল সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা প্রাণীসম্পদ চত্তরে মেলা, আলোচনা সভা ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী।  

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ কুমার মজুমদার। 

 বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মৎস‍্য কর্মকর্তা  বাপী কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির,  সৈয়দ মোরশেদুল আলম বাবু, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখসহ অনেকেই।

 আলোচনা শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

যাযাদি/ এস