নাচোলে প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী উদ্বোধন

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ১৬:০৬

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রানিসম্পদ সেবা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সেবা সপ্তাহে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ।

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে, প্রানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রদর্শিত মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসার ডা কবীর উদ্দিন আহম্মেদ, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। সফল গরু খামারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা পরিষদ চত্বরে ৩৫ টি স্টল প্রানিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের দেশি-বিদেশি প্রানি প্রদর্শিত হয়। এতে ৬ জন খামারি বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য খামারিদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

যাযাদি/এসএস