উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ১৩:৪৫

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও  রাইফেলের গুলি সহ ০১ জন রোহিঙ্গা' সন্ত্রাসীকে কে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

গতকাল সন্ধ্যায় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন ব্লকের এইচ/১০৮ এলাকায়  এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম  জহিরুল আমিন। তিনি  ব্লক-এইচ-৪/বি-৮, ক্যাম্প-২০ এক্সঃ, বসবাসরত নুরুল আমিনের পুত্র।

আইনশৃঙ্খলের দায়িত্ব নিয়োজিত ১৪ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার  অংশু কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয়  অফিসার ও ফোর্স' অভিযান পরিচালনা করে অস্ত্রধারী  রোহিঙ্গা সন্ত্রাসী জহিরুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।  এ সময় তার নিকট হতে  ১টি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আজ গ্রেফতারকৃত আসামিকে অস্ত্রসহ  উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের পুলিশ কর্মকর্তা।

যাযাদি/ এসএম