চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজা, ড্রাম ট্রাকসহ ৩ জন আটক

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ২০:০৯

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজা, ড্রাম ট্রাকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল ২০ এপ্রিল শনিবার ভোর আড়াইটায় টায় উপজেলার রেলস্টেশন সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে থেকে এস আই নুর আলম সিদ্দিক, এস আই ফারুক ফিরোজ, এএসআই আখেরুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের ভিতরে ড্রাইভারের সিটের পিছন হতে ১০০ কেজি গাঁজা (৪ বস্তা) গাঁজাসহ ড্রাম ট্রাক ও মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো- মোস্তাকিম (৩১),  রেজাউল করিম (৪৫),  মোহাইমিনুর রহমান (৩০)।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান বলেন, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম (বার) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিন্নাহ আল মামুনের তদারকিতে নিয়মিত রণপাহারা পরিচালনা করি। এরই অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় একটি ড্রাম ট্রাককে আটক করে তল্লাশী চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস