পীরগঞ্জে ৩ দিন ব্যাপী আনন্দমার্গ মহাসম্মেলন

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ২০:১৫

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি

"বাংলার পথ ধরে বিশ্বের আঙ্গিনায় বাবা নাম কেবলম্ " এই মতাদর্শে বিশ্বশান্তি তথা মানবতার কল্যাণে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ৩ দিন ব্যাপী আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন শনিবার শেষ হয়েছে ।
আনন্দমার্গ প্রচারক সংঘের আয়োজনে পীরগঞ্জ উপজেলার বোলদিয়ারা আনন্দ উত্তরা মাস্টার ইউনিটে এ মহাসম্মেলনে ভারতের আনন্দমার্গের কেন্দ্রীয় সচিব আচার্য্য প্রিয় কৃষ্ণানন্দ অবধূত, উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম, সংস্কৃতি বিয়য়ক মন্ত্রালয়ের অবসরপ্রাপ্ত সচিব গৌতম কুমার সরকার, বাংলাদেশ আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য্য ব্রজেশ্বরানন্দ অবধূত, ঠাকুরগাও ভক্তি প্রধান খগেন্দ্র নাথ রায়,  ড.শংকর তালুকদার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, বাংলাদেশ আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য্য ব্রজেশ্বরানন্দ অবধূত, উপজেলা জাতীয় পাটির ভারপাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার রায়, জেলা খ্রীস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদ বিষ্ণুপদ রায় সহ ভারত ও বাংলাদেশের বরিষ্ঠ সন্ন্যাসী, সাধক-সাধিকা, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, গবেষক ও আনন্দমার্গীরা অংশগ্রহণ নেয়।

সম্মেলনে নারায়ণ সেবা, কীর্তন পরিক্রমা, জল ছত্র, মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপন, আলোচনা সভা ও মানব কল্যানে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান এবং কর্মধারা বিষয়ে মিলিত সাধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠন হয়।


যাযাদি/এসএস