পাংশায় জমকালো আয়োজনে প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী’র শুভ উদ্বোধন 

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ১১:২৬

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১৮-২২ এপ্রিল পর্যন্তু প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয় ।

এ মেলায় বিভিন্ন খামারিরা তাদের গৃহপালিত পশু নিয়ে এসেছে মেলায় আগত হাঁস মুরগী গরু ছাগল দেখে উৎসাহ বোধ করেন অতিথিসহ মেলায় আগত দর্শনার্থীরা। 

”প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল,হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান,মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সফল খামারী মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেটেনারি সার্জন ডা. মোত্তালিব আলী। আলোচনা সভার আগে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।

যাযাদি/ এসএম