ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে না‌জিরপু‌রে মানববন্ধন

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ১৩:৫৭

না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি

পি‌রোজপু‌রের নাজিরপু‌রে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে রোববার (২১ এপ্রিল) উপজেলার ২০০ জন ন্যাশনাল সার্ভিস কর্মীদের নি‌য়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সভাপ‌তি মো. রেজাউল হাওলাদারের নেতৃ‌ত্বে উপ‌জেলা প‌রিষদ গেইটে এক‌টি মানববন্ধন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০১৬ সালে উপজেলার ১৩৭৩  জন যুব মহিলা বেকারদের ন্যাশনাল সার্ভিসের আওতায় বিভিন্ন দপ্তরে দুই বছর মেয়াদে চাকরি প্রদান করা হয়। মেয়াদ শেষে না‌জিরপুর উপজেলার প্রকল্পটি বন্ধ করে দেওয়া হলে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন- না‌জিরপুর  উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সভাপ‌তি মো. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক সুজন কৃষ্ণ বড়ালসহ ন্যাশনাল সার্ভিসের ক‌য়েকজন কর্মীরা

বক্তারা অবিলম্বে না‌জিরপুর উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাধীন কর্মীদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে না‌জিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

যাযাদি/ এসএম