গোবিন্দগঞ্জে ব্রীজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ১৮:০২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের (১৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান। এরআগে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রীজের নিচ থেকে রাতে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রীজের নিচে রাতে অজ্ঞত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ওসি জানান,ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে আঘাত পাওয়ার চিহৃ রয়েছে। পরে অজ্ঞাত মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কোনো পরিবহনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহশ্য জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।
যাযাদি/এসএস