পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ১৭:৪০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
এতে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা প্রমুখ।
বক্তারা পলাশবাড়ী উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
যাযাদি/ এম