নিজের গুলিতে আনসার সদস্যের মৃত্যু
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ২২:৩৭
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে ডিউটিরত অবস্থায় নিজের শটগানের গুলিতে আফজাল হোসেন (২৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে গুলিতে আহত হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান।
নিহত আনসার সদস্য আফজাল হোসেন চট্টগ্রামের গজারিয়া মিরসরাই এলাকার ওহিদুর রহমানের ছেলে।
সে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের নিরাপত্তাকর্মী ছিলেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা আনসার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আফজাল দুই বিয়ে করে জীবন যাপন করে আসছিল। ২য় বিয়ে করে পারিবারিক তিনি অশান্তিতে ছিল। তার দুই সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। তার জীবনটা অশান্তিতে রূপ নেয়। তারই জেরে সোমবার বিকালে বন্দর উপজেলায় ইউএনও'র বাংলোতে আনসার সদস্য আফজাল ডিউটিরত অবস্থায় নিজের শর্টগান দিয়ে নিজের গুলি করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যাযাদি/ এস