গরু চুরির সময় জনতা ধাওয়া খেয়ে পালালো চোর, গাড়িতে আগুন

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ১৫:১৬

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল লোকের পাড়া ইউনিয়নের পাচটিকরি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে পালালো চোরেরা। প‌রে উত্তে‌জিত গ্রামবাসী গুরুগু‌লো উদ্ধা‌রের পর গা‌ড়ি‌তে আগুন ধ‌রি‌য়ে দেয়।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এই ঘটনা ঘটেছে।

এলকাবাসী ও পুলিশ জানায়, চু‌রি করা পাঁচটি গরু নি‌য়ে ট্রাকে নি‌য়ে যাওয়ার সময় তা‌দের অস্বাভাবিক আচরণ দে‌খে স্থানীয়‌দের সন্দেহ হয়। প‌রে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করলে ট্রা‌কের চালকের গ্রা‌মের রাস্তা পরিচিত না হওয়ায় গাড়িটি জামুরিয়ার গালা এলাকায় রে‌খে পা‌লি‌য়ে যায়। পরে গ্রা‌মের লোকজন গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত গা‌ড়ির মা‌লি‌কের খোঁজ পায়‌নি পু‌লিশ।

ঘাটাইল থানা ওসি (তদন্ত) সজল খান জানান, উদ্ধার হওয়া গরুগু‌লো চু‌রি করা ছিল। চোর চক্র হয়তো কোথাও থেকে চুরি করে নেওয়ার সময় ধরা জনগণ দেখে ফেলে। 

যাযাদি/ এসএম