নোয়াখালীতে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস পালিত
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৫৭

'সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন' এ প্রতিপাদ্যে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে নিজ কার্যালের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এরপর শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক তানজির তারেকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম,
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেলের হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ নজরুল ইসলাম। শব্দ সচেতনতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানজির তারেক।
এ সময় নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক, ট্রাফিক পুলিশের প্রতিনিধি, গাড়ী চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে বিকেলে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দায়ী ব্যক্তিদের অর্থদন্ড দেওয়া হয়।
যাযাদি/ এসএম