পরশুরামে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে বাড়ির পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. রায়হান।

বুধবার (২৪এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। রায়হান উপজেলার পৌর এলাকার অনন্তপুর গ্রামের শহিদুল ইসলাম নয়নের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে আজ সকালে শহিদুল ইসলামের নয়নের স্ত্রী তার আটারো মাস বয়সী ছেলে রায়হানকে নিয়ে পুকুরে হাড়ি পাতিল ধুয়ার জন্য পুকুরে যান।  এসময় মায়ের অগোচরে রায়হান পুকুরের পানিতে পরে ডুবে যায়। হঠাৎ না দেখে চারদিকে খোঁজা খুঁজি করে না পেয়ে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্বার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইফতেখার হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

মো. রায়হানের চাচা মো. শাহীন জানান রায়হানের বাবা একটি সিমেন্ট কোম্পানিতে কক্সবাজার কর্মরত আছেন বুধবার সকালে তাঁর ভাতিজাকে নিয়ে তাঁর ভাবি পুকুরে গেলে  অগোচরে সে পানিতে পরে ডুবে যায়। দ্রুত তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।


যাযাদি/এসএস