হাইড্রোলিক হর্ণে শব্দদূষণ: ৫ বাস চালকের অর্থদন্ড

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩২

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি-যায়যায়দিন

নোয়াখালীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দদূষণের দায়ে বাসের পাঁচ চালককে অর্থদন্ড দিতে হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে এ অর্থদন্ড দেওয়া হয়।

এ সময় জেলা শহর মাইজদীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচটি বাসের চালকের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায় করে গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়। 

মোবাইল কোর্টের বিচারক হিসেবে এ রায় দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন।

এ সময় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানজির তারেক উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা আনসার সদস্যগণ সহযোগিতা করেন।

যাযাদি/ এস