বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৮

বাউফল (পটুয়াখাল) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাজিরপুর ইউনিয়নের  ধানদী কামিল মাদ্রাসার মাঠে  কয়েকশ মানুষ এই নামাজ আদায় করেন। 

এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি ও শান্তি কামনায় দোয়া করা হয় স্থানীয় কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের মাওলানা আব্দুল হাই  বৃষ্টির জন্য আল্লাহর দরবারের কান্নাজড়িত কন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন। 

ডিজিটাল ডিভাইসে আজ বাউফলের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় তাপদাহে বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় চরাঞ্চলের মানুষ ও পশুপাখি। 

প্রচন্ড তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ। ডায়রিয়াসহ উচ্চতাপমাত্রা জনিত রোগবালাইয়ে আক্রান্তের খবর মিলছে বিভিন্ন এলাকা থেকে। 

এদিকে অসাধু ওষুধ ব্যবসায়িদের খপ্পরে কলেরা স্যালাইনের সংকট ও দামবৃদ্ধি অভিযোগ করেছেন ভূক্তভোগি কয়েকজন।

যাযাদি/ এম