মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহম্মদপুরে শিক্ষকের মৃত্যু
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ১৮:২৪

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাগুরার মহম্মদপুরের দীঘা ইন্তাজ মোল্যা মাধ্যমিক বিদ্যা য়ের প্রধান শিক্ষক ইউনুছ আলীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া দুইটার সময় মহম্মদপুর-মাগুরা সড়কের কাজীর রাস্তার সামনে থেকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্ত্বক আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত্যু বলে ঘোষণা দেন।
যাযাদি/এসএস