কার্জন খালের ময়লা আবর্জনা কচুরিপানা পরিষ্কার করলেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ১৫:২৬

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ২০ বছর ধরে কার্জন খালে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কারে নেমেছিলেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত । 

শুক্রবার সকালে এতবারপুর ইউনিয়নের কার্জন খালের  পোয়া পুকুরিয়া পাড় হইতে বানিয়াচং আলি মিয়া বাড়ি পর্যন্ত খাল খনন ও সংস্কারের অংশ  হিসেবে আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার কর্মসূচি এই অভিযানের উদ্বোধন করেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি। 

খাল পরিষ্কার অভিযান শুরু করে, সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন আমাদের চারপাশ পরিষ্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রিয় দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাবের মো: সোয়াইব,মাইজার ইউনিয়ন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রদান, এতবার পুর ইউনিয়ন পরিষদের চেয়ারময়ান আবু ইউসুফ,বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েলসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম