আড়াইহাজারে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে জখম

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও চরপাড়া এলাকায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা করে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকরো। 

ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাতে। এ ঘটনায় আহত হয়ে স্বামী হানিফা (৪০), স্ত্রী জনি আক্তার (৩৫) উপজেরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।  তাদের শিশু সন্তান সজল (১০) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

ভিকটিম জনি আক্তারের বড় ভাই আ. মতিন জানান, তার বোনের পরিবারের সঙ্গে বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শিশুদের খেলা ধুলাকে কেন্দ্র করে প্রতিবেশি মোমেনের পরিবারের ঝগড়া হয়। পরে তার ভগ্নিপতি তার দুই বছরের শিশু ভাগ্নি অসুস্থ সোহানাকে নিয়ে ডাক্তারের কাছে যাবার জন্য প্রস্তুতি নিলে মোমেনসহ তার স্ত্রী হালিমা এবং দুই পুত্র মোজাম্মেল ও রাব্বি মিলে তাদের বাড়ীতে হামলা করে তাদের স্বামী-স্ত্রী উভয়কে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখমে আহত করে। তাদের  শিশু পুত্র সজল (১০) কে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে জনি আক্তারের বড় ভাই মতিন মামলা করবেন বলে জানান।

আড়াইহাজার থানা পুলিশ জানায়. এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

যাযাদি/ এসএম