ঝিনাইগাতীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের প্রশিক্ষণ শুরু 

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ১৯:১২

ঝিনাইগাতীর (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শুক্রবার ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে । 

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ভোটগ্রহণে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও সংশ্লিষ্ঠ কর্মকর্তা ১২০৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে । আজ প্রথম দিনে ৪০৮জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । 

জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটানিং কর্মকর্তা আনারুল হক, উপজেলা নির্বাচন ও সহকারী রিটানিং কর্মকর্তা হুমায়ুন কবীর প্রশিক্ষণে ভোট গ্রহণের নিয়ম কানুন সহ প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন । 

এ ব্যাপারে সহকারী রিটানিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সকলের সহযোগিতায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে সুন্দর অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি । নির্বাচনের আইনকে প্রাধান্য দিয়ে প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা জোরদার সহ কাজ চলছে । সকল প্রার্থীকেই নির্বাচন আচরণ বিধিমালা মেনে নির্বাচন পরিচালনা করার আহব্বান রাখেন এই কর্মকর্তা । 

যাযাদি/ এসএম