গফরগাঁওয়ে রাজিব হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ১৭:৫২

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে  রাজিব মিয়া (৩২) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায়  গফরগাঁও -হোসেনপুর সড়কের নলচিড়া পালের বাজারে এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তারা রাজিব হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ জড়িতদের মামলায় এজাহারভুক্তকরণ এবং  আসামীদের  গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়।  

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল, শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের মোঃ আমিন মিয়ার ছেলে  রাজিব মিয়ার বসতঘরের সামনের রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাজিবসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

গুরুত্বর রাজিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল শনিবার রাতে রাজিব মারা যায়। 

এই ঘটনায়  নিহতের বড়ভাই মোঃ সোহেল বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩জনকে আসামী করে পাগলা থানায়  মামলা দায়ের করেন।

পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাসার বলেন, প্রযুক্তির সহায়তা ও একাধীক মাধ্যমে হত্যান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

যাযাদি/ এম