বৃষ্টির জন্য সরাইলে ইসতিস্কার নামাজ

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ২০:১১

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

তীব্র তাপদাহ থেকে মুক্তওঝ রহমতের বৃষ্টির প্রত্যাশায় গতকাল আজ শনিবার সকালে ইসতিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে ( বাংগালী পাড়া খেলার মাঠের)  রহমতের বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সরাইল শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ আলো হুদা
এসময় উপস্থিত ছিলেন,  সরাইল শাহী জামে মসজিদের ইমাম   মাওলানা আমান উল্লাহ, সরাইল আনসারীকে ঈদগাহ মাঠে সভাপতি মাওলানা কুতুব উদ্দিন,  মাওলানা জুবায়ের আহম্মেদ, সরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ বিপুল সংখ্যক মুসল্লি।ইসতিস্কার নামাজ ও দোয়ায় সরাইল শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ আলো হুদা বলেন, কুরআন-হাদিস থেকে আমরা জেনেছি, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন দুর্যোগ তথা তীব্র গরম, অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সা: সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিস্কার নামাজ আদায় করতেন। তারা মহান রবের কাছে নিজেদের পাপের জন্য তওবা করে, মাগফিরাত চেয়ে দুই রাকাত সালাত আদায় করে বৃষ্টির জন্য দোয়া করতেন। আমরাও নিজেদের ভুল-ত্রুটির জন্য তওবা করে দেশ ও জাতির কল্যাণের জন্য, তীব্র গরমের হাত থেকে মুক্তির জন্য রহমতের বৃষ্টি প্রত্যাশা করে নামাজ আদায় করেছি। আমাদেরকে সব গুনাহ পরিহার করে মহান আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তবেই আমরা সফলকাম হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় বান্দাহ হতে পারবো।

যাযাদি/এসএস