জীবনগরে আইনগত সহায়তা দিবস পালিত 

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩২

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা’র জীবননগরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায়  ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীন  ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা আইসিটি অফিসার আরিফ হোসেন, পিআইও অফিসার মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম  প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

যাযাদি/ এসএম