জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৫

'স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এইপ্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। রোববার সকালে আদালত চত্বরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।
পরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এ সময় জেলা ও দায়রা জজ নূর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম