আজমপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে জামায়াত নেতা নির্বাচিত

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ২১:২৫

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে ৬ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা আব্দুস সাত্তার খান। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শরিফুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৪২ ভোট। 

রোববার সকাল ৮টা থেকে ইউনিয়নের ১০ টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোগ গ্রহণ চলে। শুরুতে ভোট কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। 

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮৯ জন। ১০ টি কেন্দ্রে নির্ধারিত সময়ে মোট ভোটের ৫৪ ভাগ ভোট পোল হয়েছে।        
 
যাযাদি/ এম