লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ
প্রকাশ | ০৩ মে ২০২৪, ১৭:০৮

সারাদেশে তীব্র তাপদাহের কারণে জনজীবন অস্বস্তি। ঠিক সেই সময়ই বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিয়েছেন মানবিক উদ্যোগ।
যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশ অনুযায়ী সারাদেশে চলছে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে জেলা যুবলীগের উদ্যেগে যুবলীগ নেতা শেখ জামান রিপনের আয়োজনে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
শুক্রবার (৩ মে) দুপুরে জুমুর হল চত্বরে এই সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী যুবলীগ নেতা শেখ জামান রিপন। তীব্র তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানালেন যুবলীগ নেতা শেখ জামান রিপন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, কবির হোসেন রিপন এবং মোহাম্মদ নাসির উদ্দিন।
যাযাদি/ এসএম