টঙ্গীবাড়ীতে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ | ০৫ মে ২০২৪, ১৪:৫৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাহেরপাড়া এলাকায় টঙ্গীবাড়ী-মুক্তাপুর সড়কের পাশে পড়ে থাকা লাশটি উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
নিহতের পরনে ছিলো হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। স্থানীয় লোকজনের ধারণা দুর্বৃত্তরা ঘটনাস্থলেই কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। তবে এলাকার কেউ তাকে চিনে না।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী যায়যায়দিন প্রতিনিধিকে জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।
যাযাদি/ এসএম