প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন
সিরাজগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে
প্রকাশ | ০৮ মে ২০২৪, ১২:৫৫

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি অনেকটাই কম।
সকালে ভোট গ্রহণের শুরুতে আবহাওয়া খারাপ থাকার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে বলে জানান একাধিক ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।
প্রথম ধাপে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি এই তিন উপজেলার ৩৯০টি ভোট কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ চলছে। এই তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার ২৭২ জন।
যাযাদি/ এসএম