বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ার সময় এক যুবক আটক
প্রকাশ | ০৮ মে ২০২৪, ২০:১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অতর্কিতভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে শীলমেরে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৮ মে) দুপুর আড়াই টায় বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার অপরাধে তাকে আটক করা হয়।
আটককৃত হৃদয় হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মণ।
তিনি বলেন, অর্তকিতভাবে ভোট কেন্দ্রের মহিলা বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
যাযাদি/এসএস