মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
প্রকাশ | ১৩ মে ২০২৪, ১৫:৪৪

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শের খান (৪৫) নামে এক প্রাইভেটকার আরোহী নিহত হয়েছে এবং এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল ৮টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুর কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনা স্থলেই প্রাইভেটকার আরোহী শের খান নিহত হয়, অপর দুইজন আহত হয়।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিতসক একজনকে মৃত্যু ঘোষণা করেন অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। নিহত শের খান ঢাকার মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
আহত অপর দুইজন হলেন- প্রাইভেটকার চালক সোহেল ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর রহমান।
যাযাদি/ এসএম