মাগুরার মহম্মদপুর থানা পুলিশর অভিযান সোমবার (১৩ মে) অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছয় আসামীকে।
তারা হলেন-উপজেলার পানিঘাটা গ্রামের আমানত মোল্যার ছেলে রুমন মোল্যা, হারুন জমাদ্দারের ছেলে বুলু জমাদ্দার, নারানদিয়া গ্রামের মৃত: সালাম মোল্যার ছেলে সেলিম মোল্যা, কালিশঙ্করপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান মিজু, নাওভাঙ্গা গ্রামের মুজিবার মন্ডলের ছেলে শাহাজান মন্ডল এবং নাওভাঙ্গা ছলিমের চর গ্রামের সাত্তার শেখের ছেলে লাল চাঁদ। এসব আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।
মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এসএম