রাজারহাটে ২ জুয়ারী গ্রেফতার

প্রকাশ | ১৬ মে ২০২৪, ১৮:৩২

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের রাজারহাটে জুয়া বিরোধী পুলিশী অভিযানে পুলিশ জুয়ার সরঞ্জামাদীসহ ২জুয়াড়ীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে।

পুলিশ ও এলাকবাসীরা জানান, রাজারহাট থানা পুলিশের একটি দল এস আই নিরঞ্জন রায়, এসআই প্রণয় কুমার, এএসআই সফিকুল, এএসআই দুলু মিয়া ও ফোর্সসহ বুধবার(১৬মে) গভীর রাতে ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার তিস্তা নদীর দক্ষিন চরে রাতভর অভিযান পরিচালনা করে রাজারহাট ইউনিয়নের হাড়িডাঙা গ্রামের মৃত মনভোলার ছেলে জুয়াড়ী মোহন কুমার দাস(৪৮) ও উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে জুয়াড়ী মোঃ অবির উদ্দিন(৬০)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ সময় আসামীদের হেফাজত হতে ১ টি ফড়, ২ টি ডাবু, ৬ টি গুটি, নগদ ৩২৭০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত চার্জার মেশিন বাল্ব উদ্ধার করে পুলিশ। এ  ব্যাপারে রাজারহাট থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এম