নীলফামারীতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যই হত্যা করা হয় চালককে 

প্রকাশ | ১৭ মে ২০২৪, ২০:৪২

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি-যায়যায়দিন

নীলফামারীর তিস্তা সেচ ক্যানেলে ধনীপাড়া এলাকায় অটোরিকসা চালক ছাপিনুর রহমান হত্যা মামলায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জড়িতরা পেশায় অটোরিকশা চালক ও মাদকাসক্ত। 

গ্রেফতাররা হলেন, কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া এলাকার রাসেল মিয়া ও নীলফামারী পৌরসভা এলাকার বারইপাড়া মহল্লার জলিল ইসলাম এবং উত্তর হাড়োয়া পঞ্চপুকুর মহল্লার ফেরদৌস আলম। 

পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম জানান, ১২ মে রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছাপিনুরকে উদ্ধার করে নীলফামারী জেনালের হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা আশংকাজনক হওয়ায় নীলফামারী তাকে স্থানান্তর করা হয় রংপুর মেডিক্যাল কলেজে। সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যান ছাপিনুর। 

ঘটনার সূত্র ধরে ঢেলাপীর থেকে প্রথমে রাসেল মিয়াকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যেও ভিত্তিতে অপর দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সুপার জানান, মুলত অটোরিকসাটি ছিনতাইয়ের জন্যই তিন আসামী ছাপিনুরকে হত্যা করে। ছিনতাই হওয়া অটোরিকসাটিও উদ্ধার করা হয়েছে।

যাযাদি/ এসএম