লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ৩ প্রার্থী
প্রকাশ | ২০ মে ২০২৪, ১৩:২৬

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র ১ দিন বাকী, ভোটারদের মাঝে শুরু হয়েছে জল্পনা-কল্পনা, কে হতে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে সিকদার আব্দুল হান্নান (রুনু) হেলিকপ্টার, এ. কে. এম ফয়জুল হক রোম আনারস, মো: তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল, মুন্সী নজরুল ইসলাম দোয়াত-কলম এবং আইয়ুব হোসেন লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এফ আর রোমান রায়হান টিয়া পাখি, মো: কামরুল ইসলাম মিন্টু মাইক, মো: মোস্তফা কামাল লিওন টিউবওয়েল, মো: জাহিদুর রহমান তালা, আলী আজম মোল্যা বই, মো: বাবুল মিয়া চশমা, মাহমুদুল হাসান বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফারহানা ইয়াসমিন ইতি কলস, মোছা: কাকলি বেগম হাঁস, কনিকা ওসিউর ফুটবল প্রতিক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে সিকদার আব্দুল হান্নান রুনু এবং এ.কে.এম ফয়জুল হক রোমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এছাড়াও তারিকুল ইসলাম উজ্জ্বল ভোটের লড়াইয়ে এগিয়ে থাকবেন বলে এলাকার মানুষের ধারণা।
এই নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে এফ. আর রোমান রায়হান টিয়া পাখি, মো: কামরুল ইসলাম মিন্টু মাইক ও মোস্তফা কামাল লিয়ন টিউবওয়েল প্রতিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকার মানুষের ধারণা।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে ফারহানা ইয়াসমিন ইতি কলস ও কাকলি বেগম ফুটবল প্রতিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা এই এলাকার মানুষের মাঝে।
নির্বাচনি বিষয়ে লোহাগড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান রাসেদ বলেন, সিকদার আব্দুল হান্নান রুনু লোহাগড়া উপজেলা আ.লীগের প্রবীণ নেতা। তিনি বারবার ইউপি চেয়ারম্যান ছিলেন, বর্তমানসহ ২ বার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ ও যোগ্য প্রার্থী তার বিকল্প এই উপজেলায় অন্য কাউকেই দেখি না। আশা করি তার বিজয় নিশ্চিত।
নির্বাচনি বিষয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মহাসিন উদ্দিন বলেন, এ.কে.এম ফয়জুল হক রোম আ.লীগের একজন সিনিয়র নেতা। তিনি দলের জন্য সারাজীবন কাজ করে যাচ্ছেন। তিনি সৎ ও যোগ্য নেতা। তিনি বর্তমানে উপজেলা আ.লীগের সহসভাপতি। তিনি বিগত দিনে সুনামের সাথে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এজন্য এই উপজেলায় তিনিই একমাত্র যোগ্য ব্যক্তি। ২১ মে সাধারণ জনগণ আনারস মার্কায় ভোট দিয়ে রোম ভাইকে বিজয়ী করবেন বলে আশা করছি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: আশরাফুল আলম বলেন, মো: তারিকুল ইসলাম উজ্জ্বল বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন উদার মনের মানুষ। তার নীতি নৈতিকতা সবার থেকে উর্ধ্বে। নতুন প্রজন্মসহ সকলের পছন্দের প্রার্থী তিনি। আশা করি ২১ মে লোহাগড়া উপজেলার মানুষ মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে তারিকুল ইসলাম উজ্জ্বল ভাইকে বিজয়ী করবেন।
১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লোহাগড়া উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং নারী ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন। এছাড়া ২ জন হিজড়া ভোটার রয়েছেন। নির্বাচনে এই উপজেলায় ৮৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যাযাদি/ এসএম