সৈয়দপুরে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার
প্রকাশ | ২৪ মে ২০২৪, ২০:১০
নীলফামারীর সৈয়দপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় হাসানুল ইসলাম অনিক (৩৩) নামে এক যুবককে (৩৩) শুক্রবার (২৪ মে) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক হাসানুল ইসলাম অনিক শহরের আতিয়ার কলোনী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত অনিকের সাথে পাশের রসুলপুর এলাকার স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর দুই বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির মা বৃহস্পতিবার (২৩ মে) সকালে দিনাজপুরের পার্বতীপুরে আনসার ভিডিপির সদস্যের মিটিংয়ে যান। দুপুরের দিকে মেয়ে ওই কলেজ ছাত্রীর একাই বাড়িতে থাকার সুযোগে হাসানুল ইসলাম অনিক জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় কলেজছাত্রী শুক্রবার (২৪ মে) থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই হাসানুলকে আটক করে থানায় নিয়ে যান। ওই কলেজছাত্রীর মা বলেন, আমার মেয়েকে হাসানুল বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে, আমি এর বিচার চাই।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হাসানুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
যাযাদি/ এসএম