লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক-হেলপার নিহত
প্রকাশ | ২৫ মে ২০২৪, ১১:৪৭

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় শনিবার (২৫ মে) ভোরে চলন্ত লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, একই মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। লরিটি পৌলী এলাকায় পৌঁছলে একই দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
যাযাদি/ এসএম