উপকূলে রাতের আঁধারেও যুবলীগের মাইকিং, আশ্রিতদের খাদ্য বিতরণ

প্রকাশ | ২৭ মে ২০২৪, ১১:৩৬

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঘূর্ণিঝড় ‘রিমেল’ আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার নের্তৃত্বে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এসব আশ্রিত মানুষদের হাতে চনাবুট, চিড়া, মুড়ি, আখের গুড়, স্যালাইন, মোমবাতিসহ শুকনো খাবার তুলে দেওয়া হয়। 

রোববার (২৬ মে) রাত পৌনে ১২টার দিকে রায়পুরের চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেল্টারে এসব খাদ্য বিতরণ করা হয়। এর আগে উপকূলীয় এলাকায় সবাইকে আশ্রয় কেন্দ্রে ও নিরাপদে সরে যেতে সচেতনতা মাইকিং করে যুবলীগের নেতাকর্মীরা। 

জানা যায়, ‘প্রশাসনের পাশাপাশি সকাল থেকেই উপকূলীয় বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করছে যুবলীগের নেতাকর্মীরা।  পরবর্তীতে আশ্রিত দুই শতাধিক মানুষকে শুকনো খাবার দেয়া হয়। এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে,  দুর্যোগকালে খাবার হাতে পেয়ে বেশ খুশি হয়েছে আশ্রিত লোকজন। এই মানবিক কর্মসূচির জন্য তারা যুবলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯ টি সাইক্লোন সেল্টার। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করার হয়েছে। দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ মেট্টিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করছে।

যাযাদি/ এসএম