ফেনীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন 

প্রকাশ | ২৮ মে ২০২৪, ১৩:০৮

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনী জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৮ মে) সকালে জাতীয়  ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা  সিভিল সার্জন  ডা. মো. সিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন মেডিকেল  ও  ডা. ইমাম হোসেন, মির্জা  মিনহাজুল ইসলাম এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার সহ প্রমুখ। 

জেলা সিভিল সার্জন জানান, আগামী ১ জুন ফেনী জেলায় ৬ থেকে  ১১ মাস বয়সী শিশু ৩২ হাজার ৩৭১ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ২৩ হাজার ৮৩৮ জনকে ভিটামিন-এ  ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ জুন সকাল  ৮টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

ফেনী জেলার ১ হাজার ১৪২ টি স্থায়ী ও অস্থায়ী, ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায  বাস স্টেশন, রে়ল স্টেশন  সমূহে ও সকাল  ৮টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত  সকল শিশুদেরকে  ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানে হবে।  তিনি  আরো জানান, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১৩০টি, স্থায়ী  কেন্দ্র  ৮টি এবং ভ্রাম্যমাণ কেন্দ্র  ৪টি সহমোট ১ হাজার ১৪২টি একযােগে কাজ করবে। 

ফেনীতে সকল গণমাধ্যমের কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন উক্ত  সংবাদ সম্মেলনে। 

যাযাদি/ এসএম