গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামি গ্রেফতার
প্রকাশ | ২৮ মে ২০২৪, ১৭:৩৫

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ (২৭ মে) সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীর পশ্চিম পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সুজন, ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের মোঃ সুরুজ আলীর ছেলে আব্দুল কাদির, মাওহা ইউনিয়নের বৃ-নহাটা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোস্তফা মিয়া, মামুন মিয়া, দুলাল মিয়া, রিপন মিয়া, শান্তুু মিয়া, শামসু মিয়া, শান্তুু মিয়ার ছেলে সোহরাব মিয়া ও সোহাগ মিয়া।
আটককৃতদের মাঝে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিও রয়েছে।
অভিযান পরিচালনা করেন গৌরীপুর থানার এএসআই শাহিনুল বারি, দেলোয়ার হোসেন, সাহাদাত ও সঙ্গীয় ফোর্স।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় ( পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
যাযাদি/এসএস