দিনাজপুরের ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম
প্রকাশ | ২৯ মে ২০২৪, ১২:৩৬

দিনাজপুর তৃতীয় ধাপে দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনাজপুর সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদের ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকালে ভোটারের উপস্থিতি একেবারেই কম ছিল। ২/৪ জন ভোটারকে ভোট প্রদান করতে দেখা গিয়েছে। তিনটি উপজেলায় ২৯৯ টি কেন্দ্রের মাধ্যমে ৭ লাখ ৯৯ হাজার ১৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনটি উপজেলায় ১২ জন চেয়ারম্যান প্রার্থী, ৯ জন ভাইস চেয়ারম্যান পুরুষ ও ১০ জন ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যাযাদি/ এসএম