মেহেরপুরে মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
প্রকাশ | ২৯ মে ২০২৪, ১৪:২৬

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তানভীর হোসেন , মহাজনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনদ্দিন ময়না, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম প্রমুখ। পরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যাযাদি/ এসএম