লামায় বজ্রপাতে সাত মাসের গর্ভবতী ও শিশুসহ আহত ৩

প্রকাশ | ২৯ মে ২০২৪, ১৯:২২

লামা (বান্দরবান) প্রতিনিধি
ছবি যাযাদি

বান্দরবানে লামায় বজ্রপাতে সাত মাসের গর্ভবতী ও শিশু সহ এক পরিবারে তিনজন আহতদের দেখতে গেলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ।

মঙ্গলবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিত হয়ে বজ্রপাতে আহত রোগীদের খোঁজখবর নিয়ে তাদের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা দেন তিনি।

আখিরাম ত্রিপুরাবাসী লরেন্স ত্রিপুরা জানান, উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আখিরাম পাড়ার উপরে দুর্গম প্রংগ ত্রিপুরা পাড়ায় নিজ বাড়িতে রাতে গভীর ঘুমন্ত অবস্থায় মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত আনুমানিক ১.০০টা দিকে তাদের বাড়ি মাঝখানে বজ্রপাত পড়ে। এতে বজ্রপাতে ওয়েভার (বিমল) ত্রিপুরা (২৫), সাত মাসের গর্ভবতী স্ত্রী ঈশিতা ত্রিপুরা (২৪) ও শিশু বমি ত্রিপুরা (৩) মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় জনতা মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করানো হয়। বর্তমানে চিকিৎসাধীন আছে।

সূত্রে জানা যায়, বজ্রপাতে গর্ভবতী ঈশিতা ত্রিপুরা শরীরে পিঠ ও কোমড় পুড়ে গেছে এবং শিশু বমি ত্রিপুরা কান দিয়ে রক্ত পড়েছে।

উপজেলার গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বজ্রপাতে আহত ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।

যাযাদি/এসএস