লক্ষ্মীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
প্রকাশ | ০১ জুন ২০২৪, ১৪:২৬

"বৈশ্বিক পুষ্টিতে দুগ্ধ অপরিহার্য" এ শ্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে লক্ষ্মীপুরে পালিত হোলো বিশ্ব দুগ্ধ দিবস -২০২৪ ।
শনিবার (১ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা,সাংষ্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হন সবাই ।
জেলা প্রাণিসম্পদ ডাঃ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ পিপিএম । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার সাবেক জেলা মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষ প্রমূখ। দিবসটিতে জেলার বিভিন্ন জায়গা থেকে খামারি এবং ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করতে হবে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের কোন বিকল্প নেই।
যাযাদি/ এসএম