ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ১২:১৯

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহ সদরের গোপিনাথপুর এলাকায় ট্রাকের সাথে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আশাদুল (৩৫) নামের এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল ৫টায় এ ঘটনা ঘটে। সে মেহেরপুর জেলার গাংনী থানার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সকালে আলমসাধু যোগে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল আশাদুল। পথিমধ্যে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা ব্রীজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আলমসাধু চালক মারা যায়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়ীটিকে আটক করতে পারেনি পুলিশ।

যাযাদি/ এসএম