আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের খানাখন্দে প্রাণহানির আশঙ্কা

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ১০:৫৬

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

আজমিরীগঞ্জ-বানিয়াচুং শরীফ উদ্দিন সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় সড়কটিতে যাত্রী ও যানবাহন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ জানায়, তাঁরা ৩২ কোটি টাকার চাহিদাচেয়ে ২১ কিলোমিটারের সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছে।

যাত্রী ও গাড়িচালকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি জায়গায় চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। স্থানগুলোতে বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ।

সরেজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ উপজেলা সদরের লাল মিয়া বাজার থেকে বানিয়াচং উপজেলার শরীফ উদ্দিন সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে ছোটবড় আকারের গর্ত হয়ে গেছে। যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা ও মালামালবাহী ট্রাক এবং পিকআপ ভ্যানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে কিন্তু কোথাও বিপদ সংকেত চিহ্নিত সতর্কীকরণ সাইনবোর্ড টানানো হয়নি।

যাত্রীরা জানান, সড়কে দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ হলেও সরকারের পক্ষ থেকে সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। কিছু কাজ করা হলেও সেগুলোর স্থায়ীত্ব থাকছে না।

আজমিরীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা জুয়েল রানা জানান, তার বড় ভাই অসুস্থ হলে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সড়কে ঝক্কিঝামেলার ফলে গন্তব্যে যাওয়ার আগেই রোগীর অবস্থা মুমূর্ষু হয়ে পড়ে।

সিএনজি অটোরিকশা চালক শামিম ও রাজন মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ সড়কের বিভিন্ন স্থানে ভাঙা। যে কোন সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এখনই মেরামত করা না হলে এ সড়কে যানবাহন চলাচল করতে পারবে না।

পিকআপ ভ্যান চালক মিজান মিয়া বলেন, "রোজই সড়ক দিয়ে মালামাল আনা নেওয়া করি। কিন্তু সড়কটি ভাল না থাকায় দুর্ভোগ পোহাতে হয়। অল্প সময়েই গাড়িতে বিভিন্ন ত্রুটি দেখা দেয়।"

যোগাযোগ করা হলে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল এ প্রসঙ্গে বলেন, "শরীফ উদ্দিন রোডের ২১ কিলোমিটার মেরামতের জন্য ৩২ কোটি টাকার একটি প্রকল্প তৈরী করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সেটি অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রক্রিয়াগুলো শেষ করে শিগগিরই মেরামত কাজ শুরু হবে।

যাযাদি/ এসএম