ফরিদপুরে দুটি উপজেলায় নির্বাচন চলছে

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ১২:৪২

ফরিদপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের বোয়ালমারী আলফাডাঙ্গা দুটি উপজেলাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে চলছে।  নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন রিটানিং কর্মকর্তা।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও জেলা রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান, বোয়ালমারীতে ৭৮ ও আলফাডাঙ্গাতে ৪০ কেন্দ্রসহ দুটি উপজেলায় মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে।

প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া প্রয়োজনীয র ্যাব পুলিশ, এপিবিএনসহ ২টি উপজেলায ৪ প্লাটুন বিজিবি মোতায়ান করা হয়েছে।

এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুই উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে স্টাইকিং ফোস দায়িত্বে পালন করছেন।

বোয়ালমারী উপজেলা ৫ জন, আলফাডাঙ্গায ৯ জনসহ দুই উপজেলায় মোট ১৪ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দিতায় অংশ নিয়েছে। মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭শ ৪৮ জন ভোটার রয়েছে।

যাযাদি/ এসএম