নোয়াখালীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
প্রকাশ | ০৮ জুন ২০২৪, ১৩:৪৩

'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এ শ্লোগানে নোয়াখালীতে শোভাযাত্রা, ভূমিসেবা বুথ চালুসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে।
সকালে সামনে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গোলঘরে ভূমিসেবা বুথ উদ্বোধন করা হয়।
এসময় কয়েকজন সেবাগ্রহীতার হাতে ভূমি অধিগ্রহণের চেক ও জমির খতিয়ান, পর্চা তুলে দেন জেলা প্রশাসক।
পরে ভূমি সেবাসপ্তাহ সম্পর্কে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া ও ডিজিটাল সেবাসমূহের সুবিধা সমূহ মানুষকে জানানোর লক্ষ্যে কাজ করছে সরকার।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক আজ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী জেলা/উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন করা হচ্ছে। নোয়াখালী জেলার নয় উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি রয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাইলসহ উর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
যাযাদি/ এসএম