বাঘাইছড়িতে ভূমিসেবা সপ্তাহ -২৪ উদযাপন
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ১৯:৪৩ | আপডেট: ১১ জুন ২০২৪, ১৬:৩৩

স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভূমি সাপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
ভূমি সাপ্তাহ উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শিরীন আক্তার এর সভাপতিত্বে সভায় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের হেডম্যান, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের সরকারি ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস